Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

1 ।  গবেষণা প্রতিষ্ঠান হতে সংগৃহীত Breeder Seed দ্বারা Foundation Seed উৎপাদন যা থেকে পরবর্তীতে প্রত্যায়িত  বীজ উৎপাদনপূর্বক কৃষকদের মাঝে বিতরণ।

 

 

2 । উন্নত বীজ উৎপাদনে চুক্তিবদ্ধ চাষী ও বেসরকারী পর্যায়ে বীজ উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা দানের মাধ্যমে প্রত্যায়িত/মানঘোষিত বীজ উৎপাদনও বিতরণ ।

 

 

3। বেসরকারি খাতে প্রত্যায়িত বীজ অব্যাহত উৎপাদন, প্রজিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের উৎসাহ ও কারিগরি পরামর্শ সেবাসহ প্রশিক্ষণ প্রদান।

 

4 । উন্নত বীজ উৎপাদন, সংগ্রহ, প্রজিয়াজাতরণ, সংরক্ষণ, বিপণন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠা/ব্যক্তিকে সেবা প্রদান।

 

5 । প্রাকৃতিক ও অন্যান্য যে কোন কারণে দূ‡র্যাগের পর দূর্গত এলাকায় সরবরাহ করার জন্য আপৎকালীন বীজ মজুদ রাখা এবং তা কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করা।

 

6 । কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রমকে ত্বরান্বিত করা।

 

7 । দানা জাতীয় শস্য, পাট ও অন্যান্য বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান এবং শংকর বীজ উৎপাদন ও বাজারজাতকরণ।

৮।উন্নতমানেরবীজসঠিকসময়েন্যায্যমূল্যেকৃষকেরনিকটপৌঁছেদেয়া।

৯।জাতীয়বীজবোর্ডকর্তৃকনির্ধারিতবীজমানঅনুযায়ীবীজবিপণনকরা।

১০।বীজউপাদনওসংরক্ষণবিষয়েবীজডিলারওচাষীপর্যায়েপ্রশিক্ষণপ্রদানকরা।

১১।গবেষণারমাধ্যমেউদ্ভাবিতবিভিন্নফসলেরউন্নতজাতেরওউন্নতমানেরবীজচাষীদেরসরবরাহ  করা।

১২। বিএডিসির সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বীজ ডিলার নিয়োগকরন।